• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‌‘মারব বগুড়ায়, লাশ পড়বে মাগুরায়’


বিনোদন প্রতিবেদক আগস্ট ১৪, ২০১৬, ০৬:৫৮ পিএম
‌‘মারব বগুড়ায়, লাশ পড়বে মাগুরায়’

সময়ের আলোচিত ‘নায়ক’ হিরো আলমের নতুন ভিডিওতে তোলপাড় সৃষ্টি হয়েছে ফেসবুক-ইউটিউবে। বগুড়া ছেলে হিরো আলম এবার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। শর্টফিল্মটি ইতিমধ্যে সাড়া ফেলেছে।

অ্যাকশন ও কমেডিনির্ভর এই শর্টফিল্মটিতে খুবই মজার একটি ডায়ালগ দিয়েছেন হিরো আলম। ভিলেনের হাত থেকে এক তরুণীকে বাঁচাতে গিয়ে হিরো আলম ডায়ালগ দেন, ‘আমি হিরো আলম জালিমদের লাগাই মলম, মারব বগুড়ায় লাশ পড়বে মাগুরায়’।

বগুড়ার সাধারণ এক পরিবার থেকে উঠে আসা হিরো আলমের প্রকৃত নাম আশরাফুল আলম। নায়কোচিত চেহারা না হলেও মডেলিং, গান আর সিনেমাকে ভালোবেসে তিনি একে একে অভিনয় করেছেন ৫০৩টি মিউজিক ভিডিওতে। সিডির দোকান আর ডিশ ব্যবসার সঙ্গে জড়িত থাকায় বিচিত্র এ নেশায় পেয়ে বসে তাকে।

ফেসবুক আর ইউটিউবের কল্যাণে একসময়ের আশরাফুল আলমের পরিচিতি এখন ‘হিরো আলম’ হিসেবেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে নানাবিধ পরীক্ষা-নীরিক্ষা।

দেখুন হিরো আলম অভিনীত নতুন শর্টফিল্ম

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!