• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‍‍‘মানবিক‌ কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হচ্ছে‍‍’


মৌলভীবাজার প্রতিনিধি নভেম্বর ২৯, ২০১৬, ০৭:৪৯ পিএম
‍‍‘মানবিক‌ কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হচ্ছে‍‍’

মৌলভীবাজার: নিপীড়ন ও নির্যাতনের কারণে রোহিঙ্গারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, মানবিক কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় ও চিকিৎসা দেওয়া হচ্ছে। মিয়ানমার পরিস্থিতি স্বাভাবিক হলে পালিয়ে আসা রোহিঙ্গাদের সে দেশে ফেরৎ পাঠানো হবে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার নবনির্মিত থানা ভবনের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে এসব কথা বলেন।

পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, সৈয়দা সায়রা মহসিন এমপি, আব্দুল মতিন এমপি, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান ও জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এর এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জুড়ী থানা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকেলে তিনি বড়লেখা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!