• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‍‍`মৈত্রী এক্সপ্রেস‍‍` ট্রেনের চতুর্থ ট্রিপের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১২, ২০১৬, ০৯:৫৭ এএম
‍‍`মৈত্রী এক্সপ্রেস‍‍` ট্রেনের চতুর্থ ট্রিপের উদ্বোধন

ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের চতুর্থ ট্রিপের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা সেনানিবাস রেলওয়ে স্টেশনে এর উদ্বোধন করেন রেলমন্ত্রী মু‌জিবুল হক।

এসময় রেলমন্ত্রী বলেন, সরকারের বা‌কি দুই বছরে উন্নয়নের দিক দিয়ে রেলে নতুন চমক দেখাবো। বর্তমানে রেলওয়ের বহু‌বিধ অগ্রগ‌তি হচ্ছে। এখন ডাবল লাইন করা হচ্ছে। এ কাজের ৭০ ভাগ শেষ হয়েছে।

তিনি আরও বলেন, আগামী বছরের প্রথম দিকে খু্লনা থেকেও ভারতে ট্রেন চালু করা হবে। আর চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে। দেশের কোনো জেলা রেল নেটওয়ার্কের বাইরে থাকবে না। এদিকে ঢাকা-কলকাতা রুটে চতুর্থ এ ট্রিপ চালুর কারণে এখন সপ্তাহে ৪ দিন এ রুটে ট্রেনটি চলাচল করবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!