• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএলের আশায় এখনো বাটলার


ক্রীড়া ডেস্ক মার্চ ২৬, ২০২০, ০৭:১৬ পিএম
আইপিএলের আশায় এখনো বাটলার

ঢাকা: করোনাভাইরাসের প্রভাবে ক্রীড়াঙ্গনে সুনশান নিরবতা। টোকিও অলিম্পিক পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী বছরের আগে তা আয়োজনের সম্ভাবনা কম। ইউরো, কোপা আমেরিকা পিছিয়ে গেছে এক বছর। চলতি বছরের অক্টোবরে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মাথার ওপর শঙ্কার মেঘ। এর মধ্যে চলতি বছরের আইপিএল ছোট করে হলেও আয়োজনের আশা দেখছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার।

ক্রিকেটের সবচেয়ে কাঙ্খিত টি-২০ লিগ আইপিএল আয়োজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শুরুতেই আসর পিছিয়ে ১৫ এপ্রিলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই সময় ঘনিয়ে আসছে। আইপিএল আয়োজন নিয়ে বিসিসিআই ও আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের সভা হওয়ার কথা থাকলেও করোনার প্রভাবে তা হয়নি। ওদিকে মঙ্গলবার থেকে ২১ দিনের মতো লকডাউন ভারত। এর মধ্যে তাই সভা হওয়ার সম্ভাবনা নেই।

চলতি বছরের আইপিএল আয়োজনের সম্ভাবনা তাই দিন দিন কমে যাচ্ছে। বিসিসিআই ও ক্লাব মালিকরা ছোট করে আইপিএল আয়োজনের আশা দেখছিলেন। সেটার সম্ভাবত্য যাচাই করতেই সভা হওয়ার কথা ছিল। কিন্তু নিশ্চিত নয় কিছুই। এর মধ্যে আশা প্রকাশ করে জস বাটলার বলেন, 'আইপিএল নিয়ে এই মুহূর্তে কোন খবর নেই। শুরুতে মনে হচ্ছিল বাতিল হয়ে যাবে এবারের আসর। এখনও আমি কোন আলো দেখছি না। যদিও আশা করছি শেষ পর্যন্ত লিগটা হবে। সংক্ষিপ্ত করে হলেও হবে।'

ভারতে এরই মধ্যে প্রায় পাঁচশ করোনা রোগী সনাক্ত হয়েছেন। মারা গেছেন বেশ ক'জন। দেশটিতে জনতা কারফিউ চলছিল। এরপর ঘোষণা করা হয়েছে লকডাউন। দেশটিতে কোন ধরণের খেলা চলছে না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজও বাতিল হয়েছে ভারতের। তবে ওই সিরিজ নয় ভারতের ক্রিকেট সংশ্লিষ্টতা বেশি চিন্তিত আইপিএল নিয়ে। তার একটা কারণ বাটলারই বলেছেন, 'বিশ্ব ক্রিকেটের একটা বড় টুর্নামেন্ট হলো আইপিএল।'

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!