• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমরা এখন যুদ্ধাবস্থায় আছি


নিজস্ব প্রতিবেদক মার্চ ২১, ২০২০, ০২:৫৮ পিএম
আমরা এখন যুদ্ধাবস্থায় আছি

ফাইল ছবি

ঢাকা: আমরা এখন যুদ্ধাবস্থায় রয়েছি। যুদ্ধাবস্থায় থাকলে সব সিস্টেম বজায় রেখে চলা যায় না। আমাদের সবার নিরাপত্তা দরকার আছে, কিন্তু দেশের তাগিদে আমাদের কাজ করতে হয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।  

শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। 

এ সময় তার পেছনে ৩৭ জন লোক দাঁড়িয়ে ছিলেন। সেই বিষয়টি উল্লেখ করে প্রশ্ন করা হলে জবাবে তিনি এমন কথা বলেন।

তিনি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট দুজনের মৃত্যু হল। এছাড়াও নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেনন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

এদিকে, এ পর্যন্ত দেশের জেলা উপজেলায় কোয়ারেন্টাইনের সংখ্যা এখন ১৪ হাজার। এরআগে শুক্রবার করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত ব্রিফিংয়ে করোনায় সর্বমোট ২০ জন আকান্তের কথা নিশ্চিত করে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!