• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমার কিন্তু ইচ্ছে হয়


মো: গোলাম মোস্তফা (দুঃখু) সেপ্টেম্বর ৩, ২০২০, ০৩:১২ পিএম
আমার কিন্তু ইচ্ছে হয়

ফাইল ছবি

এই তো সেই দিন দেখা,
রাস্তার পাশে
কোনো এক ঘটনায় ।
কোন শব্দ যেমন, আগের মতো থাকে না ।
তেমনি ভাবে তুমিও,  আগের মতো নেই ।

তোমার জমিন!
তোমার না বলা কথা।
দৃশ্যহীন ব্যাথার গভীরে,
আমাকে থাকতে দাও ।

আমি যে, তোমার সুখের আসমানে।
রাষ্ট্র তৈরি করেছি !
আমার ভালোবাসার দেশে,
তোমার না বলার বর্ণের জন্য ।

মেঘের অন্ধকারের
কারণে বলা হয়নি ।
কখনো হয়তো আর বলা হবে না,
সেই বর্ণ যে, জীবন নামক হৃদয়ে ফিরবে না ।

এত কষ্ট কেন পাই ?
যেখানে তুমি যৌবন নদীতে।
জীবনের কিছু কথা,
আর মনে রাখোনি ।

কষ্ট হয়, দিনের আলোতে।
চোখের জ্বালা হয় !
তোমার ছবির ছায়াতে।
অর্থহীন দৃষ্টিকে বলি,
এই তো আমি ।

কেন পারি না ?
তোমার ছবি কে ভুলতে ।
বাঁচার সবটুকু নিয়ে, ভালো আছো তো ?
আমি ভালো নেই, তোমার না বলার বর্ণের কারণে।
এই তো সেদিন,
তুমি আর পাশে ছায়া, দেখতে পাই !
এক বেদনার সাগরে ।

তোমার মনে আছে ,
সবুজ রেললাইনের কথা ?
এক পা, দু’পা দিয়ে, আলতো মায়া করে।
পাশে এসে বলতে, তুমি পারবো তো ?
জীবন রেল গাড়িতে চড়তে ।

জীবন রেল গাড়ি অদৃশ্য,
শূন্যতার ভেড়া জালে ।
মাঝে মাঝে নীরব কান্না হয়,
পাওয়া না পাওয়ার গল্পের জন্য।

হঠাৎ দেখতে পাওয়া
মায়া দেহ নিয়ে বসে আছো, জানালার পাশে ।
ডাকবো বলে দাঁড়িয়ে ছিলাম,
চোখের পাতায় হঠাৎ করে!
পাশে বসে থাকা ছায়া।

চাঁদের আলোতে,
কবিতা বলতে এখনো কি ইচ্ছে করে?
আমার কিন্তু ইচ্ছে হয়,
ছন্দের গহীনে হারিয়ে যেতে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!