• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আশা করি ভারতীয়রা ক্ষুব্ধ হবেন না


ক্রীড়া ডেস্ক জুলাই ১১, ২০১৯, ১২:৩৪ পিএম
আশা করি ভারতীয়রা ক্ষুব্ধ হবেন না

ঢাকা : এবারের বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ধরা হয়েছিল ভারত। কিন্তু সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিরাট কোহলিদের স্বপ্নের সলিল সমাধি ঘটে গেছে। কেউ ভাবতেই পারেননি এই ম্যাচে ভারত হেরে যাবে। অথচ সেটাই হয়েছে।

ম্যাচ শেষে নিউজিল্যান্ড অধিনায়কের সংবাদ সম্মেলনে মজা করে প্রশ্ন হলো, শত কোটি সমর্থককে শোকে ও ক্ষোভে ভাসাল কিনা কিউইরা। উইলিয়ামসনের উত্তরেও মিশে থাকল মজা। তিনি সাংবাদিকের উদ্দেশ্যে বলে গেলেন,‘ আশা করি, তারা খুব বেশি ক্ষুব্ধ হয়নি! খেলাটার জন্য ভারতীয়দের যে আবেগ, সেটা অপ্রতিদ্বন্দ্বী। আমরা সবাই ভাগ্যবান যে ভারতের মতো একটি দল খেলাটা খেলে যাদের প্রবল সমর্থন আছে। আশা করি, দেড়শ কোটি সমর্থককে আমরা এখন আপন করে নিতে পারব এবং তারা আমাদের সমর্থন করবে (ফাইনালে), আপনার কি মনে হয়?’

খেলাটার বাস্তবতা বোঝানোর পাশাপাশি উইলিয়ামসন এও মনে করিয়ে দিলেন ভারতকে তারা কতটা শ্রদ্ধা করেন,‘ ভারত বিশ্বমানের দল। ক্রিকেট খেলার ধরনটাই এমন পরিবর্তনশীল, বিশেষ করে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে হতে পারে যে কোনো কিছুই। ওদের দারুণ সব ক্রিকেটার আছে, গভীরতা অনেক বলে যোগ্য হিসেবেই বিশ্বের ১ বা ২ দুই নম্বর দল তারা। কিন্তু নির্দিষ্ট দিনে জিততে পারে যে কেউ।’

এরপর উইলিয়ামসন যোগ করেন,‘ ক্রিকেট দল হিসেবে ভারতের প্রতি দারুণ শ্রদ্ধা আছে এবং আমি আশা করি, তাদের সমর্থকরা দলের পাশেই থাকবেন। আশা করি তারা ক্রিকেটের ব্যাপারটিও বুঝবেন যে অনেক সময়ই খেলাটা কঠিন সময় উপহার দেয়।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!