• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আসলামের রিমান্ড বাতিলের আবেদন


নিজস্ব প্রতিবেদক মে ২২, ২০১৬, ০২:৩২ পিএম
আসলামের রিমান্ড বাতিলের আবেদন

রিমান্ড বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। একই সঙ্গে তাকে রিমান্ডে নেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজিও জানানো হয়েছে।

গত ১৬ মে সরকার উৎখাতে ইসরায়েলের সঙ্গে ‌‌‘ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারিক আদালত।

আসলামের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন জানান, রোববার তারা এই আবেদন জমা দিয়েছেন।  

রোববারই বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চে আবেদনটি তোলা হতে পারে বলে জানান আসলামের আরেক আইনজীবী।

আবেদনকারী পক্ষের আইনজীবীরা জানান, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি রোববার উপস্থাপন করা হতে পারে।

এর আগে, গত ১৫ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তিনি এবং তার ব্যক্তিগত সহকারী আসাদুজ্জামান ও গাড়িচালক আল-আমিনকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

সোনালীনিউজ/ঢাকা/আমা

Wordbridge School
Link copied!