• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উদ্যোক্তা হতে থাকতে হবে ৭ গুণ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১, ২০১৬, ০১:০১ পিএম
উদ্যোক্তা হতে থাকতে হবে ৭ গুণ

লাইফস্টাইল ডেস্ক
আপনার কোন একটি বিশেষ গুণ দেখে বন্ধুরা হয়তো প্রায়ই আপনাকে বলে যে আপনি ভাল উদ্যোক্তা হতে পারবেন। অনেকেই হয়ত মত দেন যে, আপনার এখনই চাকরী ছেড়ে দেওয়া উচিৎ। ব্যবসাই হওয়া উচিত আপনার লক্ষ্য। আপনি নিজেও হয়ত শখের কাজটিকে পেশা হিসেবে নিতে চান, চান নিজস্ব একটি প্রতিষ্ঠান। কিন্তু চাকরী ছাড়া, ক্যারিয়ারের দিক বদলে ফেলা অনেক বড় একটি সিদ্ধান্ত। কীভাবে বুঝবেন আপনি আসলেই ভাল ব্যবসায়ী হয়ে উঠবেন কিনা? নিচের ৭ টি বিষয় পর্যালোচনা করে চিনে নিন নিজের পথ।

১। অপরিচিতদের সাথে সহজে সখ্যতা একজন উদ্যোক্তাকে অবশ্যই অপরিচিতদের সাথে সহজে মিশতে পারতে হবে। আপনি যদি নতুন মানুষদের সাথে মিশতে সঙ্কোচ বোধ করেন তাহলে উদ্যোক্তা হওয়ার প্রথম এবং গুরুত্বপূর্ণ গুণটি আপনার নেই। বন্ধুদের আড্ডায় বেশী বেশী কথা বলুন, নতুন নতুন মানুষের সাথে মিশুন, নতুন বন্ধু তৈরি করুন। কোন সমস্যাই জন্মগত বা চিরস্থায়ী নয়। চেষ্টা করলেই আপনি সবার সাথে সহজ সম্পর্ক গড়ে তুলতে পারবেন।

২। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া ব্যবসায় রয়েছে নানা উত্থান-পতন। কখনো হয়ত আশা করেছেন আপনার একটা ডিজাইন বা কাজ ভাল চলবে, কিন্তু চলল না। হয়ত ব্যংক থেকে লোন চেয়েছেন, কিন্তু পান নি। অনেক কষ্টে কিছু ক্লায়েন্ট পেয়েছেন, প্রতিযোগী ব্যবসায়ী আপনার মার্কেট দখল করে নিল। কিন্তু হতাশ হওয়া যাবে না। যে কোন সময়ই আবার নতুন করে শুরু করার জন্য তৈরি থাকতে হবে। সবসময় বিশ্বাস করতে হবে, আপনি পারবেন।

৩। নিজের সামর্থ্য সম্পর্কে স্পষ্ট ধারণা আপনার অর্থনৈতিক সামর্থ্য বেশী বা কম যেকোনটাই হতে পারে। হয়ত আপনি ব্যাংকে কিছু টাকা জমিয়েছেন, অথবা হয়ত আপনার কাছে খুবই সামান্য কিছু টাকা আছে, তেমন সঞ্চয় নেই। সামর্থ্য যা-ই থাকুক আপনার সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। অনেকের পূর্ব ব্যবসায়িক অভিজ্ঞতা না থাকলেও টাকা গুছিয়ে খরচ করার গুণ থাকে। ব্যবসায়ে এটি খুবই জরুরী।

৪। সাংগঠনিক ক্ষমতা আপনার নিজস্ব ব্যবসায় আপনিই বস। কিন্তু ভাল সাংগঠনিক ক্ষমতা না থাকলে কর্মীদের দিয়ে কাজ করাতে রীতিমত হিমশিম খেতে হবে আপনাকে। অনেক কোম্পানিতে দেখা যায়, প্র্য়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি চাহিদার তুলনায় কম। কিন্তু ব্যবস্থাপনা ভাল হওয়ায় তারা অনেক প্রজেক্ট সময়মত শেষ করতে পারেন। কিন্তু ব্যবস্থাপনা ভাল না থাকলে সকল উপাদান থাকলেও দেখা যায় কাজ উঠে আসে না।

৫। নিজের সম্পর্কে ক্রমাগত বলতে পারা ধরুন, বন্ধুর সাথে কোন কোন পার্টিতে গেছেন। অনেকের সাথে পরিচিত হচ্ছেন। নিজের প্রতিষ্ঠানের নাম নিজেরই বলে দিতে হবে কথার ফাঁকে। এমন একটা কথা বলতে হবে অনেক কথার মাঝে যেটা ঠিক মনে থাকবে। গবেষণায় দেখা গেছে, সেই সব মানুষেরা ব্যবসায় বেশী সফল যারা সবসময় নিজের গুণগান করতে পারেন, নিজের যেটা প্রয়োজন মিষ্টি কথায় সেটা অপর মানুষের মাথায় ঢুকিয়ে দিতে পারেন।

৬। প্রকৃতিগত ভাবেই আপনি প্রতিযোগিতা পছন্দ করেন ব্যবসায় প্রতিযোগিতা অনেক। ক্ষুদ্র বিনিয়োগে প্রতিযোগিতা, ঝুঁকি অনেক বেশী বড় ব্যবসার তুলনায়। কিন্তু আপনি যদি প্রতিযোগিতা বিমূখ মানুষ হন, তাহলে ব্যবসা আপনার জন্য নয়। একজন ব্যবসায়ীকে সারাক্ষণ প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিয়ে চলতে হয়। তাদের নতুন কাজ, কৌশল প্রত্যক্ষ করতে হয়। নিজেকে আরো এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হতে হয়। কারণ আপনি যদি সামনে এগিয়ে না যান তাহলে অচিরেই হারিয়ে যাবেন।

৭। উপদেশ গ্রহণের মানসিকতা একজন উদ্যোক্তার অবশ্যই উপদেশ গ্রহণের মানসিকতা থাকতে হবে। আপনি কতটা অভিজ্ঞতাকে মূল্যায়ণ করেন তার উপর নির্ভর করে আপনি কেমন মানুষ এবং ভবিষ্যতে কেমন উদ্যোক্তা হবেন। যখন আপনি ব্যবসায় নামবেন, আপনাকে ক্রেতার সমালোচনা শুনতে হবে, অভিজ্ঞদের উপদেশ শুনতে হবে। সেগুলো গ্রহণ করতে পারলে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার কোথায় ভুল হচ্ছে এবং কি করতে হবে। নিজেকে প্রশ্ন করুন, যাচাই করে নিন আপনার ব্যক্তিত্ব। বেছে নিন সঠিক ক্যারিয়ার, চাকরী নাকি ব্যবসা। কারণ ভুল সিদ্ধান্ত ভুল পথে নিয়ে যাবে আপনাকে, ভেঙ্গে দেবে আত্মবিশ্বাস।
সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!