• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এই ৮টা দুঃস্বপ্নের মানে জানা আছে?


লাইফস্টাইল ডেস্ক মে ৭, ২০১৬, ০৫:৫৮ পিএম
এই ৮টা দুঃস্বপ্নের মানে জানা আছে?

স্বপ্ন তো আমরা কমবেশি সবাই দেখি। কখনো ভালো, কখনো অত ভালো নয়। কখনো কখনো স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে ধড়ফড় করে জেগে উঠি। এই স্বপ্নগুলোও আমরা কেউ কখনো না কখনো দেখেছি। চলুন জেনে নেওয়া যাক, কোন স্বপ্নের কী মানে?

১) কোথাও আটকে পড়েছেন। কিছুতেই বেরোতে পারছেন না! মানে, আপনার কোনো ক্ষমতাই নেই সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে।

২) আপনার পার্টনার আপনাকে ঠকাচ্ছেন! মানে, আপনি নিরাপত্তাহীনতা বা একাকিত্বে ভুগছেন।

৩) মৃত্যুর স্বপ্ন! জীবনে নতুন কিছু শুরু করতে চলেছেন আপনি।

৪) কোথাও হারিয়ে গেছেন! আপনি উদ্বেগ, দ্বিধা, হতাশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন।

৫) আপনার হাত-পা ভেঙে গেছে! পরিস্থিতি আপনার আয়ত্তের বাইরে চলে গেছে।

৬) নিজেকে নগ্ন অবস্থায় দেখা! মানে, আপনি নিজের সম্পর্কে একটু বেশিই লজ্জা পান। ভয় পান আপনার আসল চেহারা যদি সবাই জেনে যায়!

৭) পরীক্ষায় ফেল! আপনি নির্দিষ্ট কোনওকিছুর জন্য সেই মুহূর্তে প্রস্তুত নন।

৮) কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন! পরিস্থিতির উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। সূত্র: জিনিউজ

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!