• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এক নজরে আসন্ন বাজেট


নিজস্ব প্রতিবেদক জুন ২, ২০১৬, ১১:৪৯ পিএম
এক নজরে আসন্ন বাজেট

বাজেট হাইলাইটসজাতীয় সংসদে আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবার প্রস্তাবিত বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। এর আগে সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাজেট প্রস্তাবটি জাতীয় সংসদে পেশের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিকাল ৩টা ৩৩ মিনিটে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা শুরু করেন।

প্রস্তাবিত বাজেটে যোগাযোগ ও অবকাঠামো খাতে সর্বোচ্চ বরাদ্দ ২৮ হাজার ৫৫৪ কোটি টাকা, মানবসম্পদে ২৭ হাজার ২০৩ কোটি টাকা, কৃষি ও পল্লী উন্নয়নে ২৭ হাজার ৯৪ কোটি টাকা এবং জ্বালানিতে ১৪ হাজার ৯৫১ কোটি টাকা বরাদ্দ থাকছে।

# প্রস্তাবিত বাজেটে বাড়ছে না ব্যক্তি করমুক্ত আয় সীমা
# আয়কর রিটার্ন দাখিলের অপরিবর্তনীয় ডেটলাইন ৩০ অক্টোবর।
# পর্যায়ক্রমে বেসরকারি খাতে চালু হবে পেনশন ব্যবস্থা।

# বিড়ির সম্পূরক শুল্ক বাড়ছে ৫ শতাংশ। জর্দা ও গুলে ৪০ শতাংশ। তামাকজাত পণ্যের ব্যবসা খাতে অর্জিত আয়ের ওপর কর ৪৫ শতাংশ।
# সিমকার্ড ব্যবহারে সম্পূরক শুল্ক বাড়ছে ২ শতাংশ।
# এখনই পুরোপুরি কার্যকর হচ্ছে না ভ্যাট আইন।
# ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীরা আগের নিয়মেই ভ্যাট দেবেন।
# ভোজ্য তেল, চিনি, ডাল, পেঁয়াজ ও রসুনে শুল্ক রেয়াত অব্যাহত থাকছে।
# পাম ও সয়াবিন তেল উৎপাদনে ভ্যাটমুক্তির আওতা বাড়ছে।
# পোশাক খাতে করপোরেট কর ৩৫ থেকে কমে হচ্ছে ২০ শতাংশ।
# এসএমই উদ্যোগের কর অব্যাহতির সীমা ৩৬ লাখ টাকা পর্যন্ত বেড়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!