• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক নজরে ১৯৭৯ বিশ্বকাপ


ক্রীড়া প্রতিবেদক মে ১৫, ২০১৯, ০৫:৩৫ পিএম
এক নজরে ১৯৭৯ বিশ্বকাপ

ছবি সংগৃহীত

ঢাকা: ক্রিকেটের দ্বিতীয় বিশ্বকাপের আসরও বসেছিল ইংল্যান্ডে। এবারও চ্যাম্পিয়নদের ছবি বদলায়নি। স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলল ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটে চলতে থাকল ক্যারিবীয়দের রাজত্ব। আর হওয়ারই কথা, সেই ওয়েস্ট ইন্ডিজ দলে যে কিংবদন্তিদের সমারহ ঘটেছিল।

ক্লাইভ লয়েড, গর্ডন গ্রিনিজ, ভিভ রিচার্ডস, ডেসমন্ড হেইন্স একেকজন তখন মহাতারকা। ওয়েস্ট ইন্ডিজ পেসারদের আগুনের গোলার সামনে ভয়ে তটস্থ থাকত ব্যাটসম্যানরা। ফলে সত্তর-আশির দশকে ক্রিকেটে একক আধিপত্য বিস্তার করে গেছে ক্যারিবীয়রা।
এক নজরে ১৯৭৯ বিশ্বকাপ:
অফিসিয়াল নাম: প্রুডেনশিয়াল কাপ’৭৯।
প্রশাসক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ক্রিকেট ফরম্যাট: ওয়ানডে।
টুর্নামেন্ট ফরম্যাট: রাউন্ড রবিন ও নকআউট।
স্বাগতিক: ইংল্যান্ড।
চ্যাম্পিয়ন: ওয়েস্ট ইন্ডিজ (দ্বিতীয় শিরোপা)।
রানার্স আপ: ইংল্যান্ড:
অংশগ্রহণকারী দলের সংখ্যা: ৮ (আট)।
ম্যাচের সংখ্যা: ১৫।
সর্বোচ্চ রান: গর্ডন গ্রিনিজ (২৫৩)।
সর্বোচ্চ উইকেট: মাইক হেন্ডরিখ (১০)।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!