• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই

এবারও ৫ গোল হজম বাংলাদেশের


ক্রীড়া ডেস্ক জুন ৩, ২০১৬, ০১:২০ এএম
এবারও ৫ গোল হজম বাংলাদেশের

লোডভিক ডি ক্রুইফের ঘোষণা ছিল গৌরব ফেরানোর। মামুনুল ইসলাম মনেপ্রাণে চেয়েছিলেন ড্র। কিন্তু কোচ ও অধিনায়কের চাওয়ার ছিটেফোঁটাও পূরণ হয়নি। এশিয়ান কাপের বাছাইয়ে ওঠার প্লে-অফ ম্যাচের প্রথম লেগে তাজিকিস্তানের মাঠে আবারও ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ।

এর আগে রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়েও দুশানবেতে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। গত নভেম্বরের ভরাডুবির পুনরাবৃত্তি হলো এবারও।
 
ফিফা স্বীকৃত নয় ম্যাচে এ নিয়ে তাজিকিস্তানের কাছে ছয়টিতে হারল বাংলাদেশ।
 
দুশানবের পামির স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথমার্ধে তিন গোল হজম করে পিছিয়ে পড়ে মামুনুলরা। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল খেয়ে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে ক্রুইফের শিষ্যরা।
 
আগামী ৭ জুন নিজেদের মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরতি লেগের ম্যাচ খেলবেন মামুনুলরা। প্রথম লেগের ঘাটতি পুষিয়ে বাছাই পর্বে ওঠা প্রায় অসম্ভবই তাদের জন্য। এর আগে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের মাঠে তাজিকিস্তানের সঙ্গে ১-১ ড্র করেছিল বাংলাদেশ।
 
এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার সম্ভাবনা এখনও আছে বাংলাদেশের। প্লে-অফের পরের রাউন্ডে ভুটানকে হারাতে পারলেও বাছাইপর্বে উঠবে বাংলাদেশ।
 
তাজিকিস্তানের পথে রওনা দেওয়ার আগে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে মামুনুলদের প্রস্তুতি ম্যাচ দেখে আবাহনী লিমিটেডের কোচ জর্জ কোটান বলেছিলেন, রক্ষণ বড়ই দুর্বল। এতে চটেছিলেন ক্রুইফ। দুশানবেতে কোটানোর কথায় ফল মিলল নির্মমভাবে।
 
১৯তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণও করেন ফরোয়ার্ড জাহঙ্গির এরগাশভ। পাঁচ মিনিট পর পারভিজচোন উমরবায়েভের লক্ষ্যভেদে ৩-০ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় তাজিকিস্তান।
 
দ্বিতীয়ার্ধের শুরুতে হ্যাটট্রিক পূরণ করেন ইরগাশভ। আর ৭৫তম মিনিটে উমেজন শারিপভ গোল করলে দুশানবের আগের ম্যাচের চেয়েও খারাপ স্কোরের শঙ্কা জাগে ক্রুইফের দলে। শেষ পর্যন্ত আর কোনো গোল খায়নি মামুনুলরা।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!