• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার টটেনহামে করোনার থাবা


ক্রীড়া ডেস্ক জুন ৪, ২০২০, ১১:৩৪ এএম
এবার টটেনহামে করোনার থাবা

ঢাকা: করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম পুনরায় শুরু করার প্রস্তুতি চলছে। ১৭ জুন থেকে শুরু হবে হবে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগ। কিন্তু তার আগে আরেকটি দুঃসংবাদ শুনতে হচ্ছে প্রিমিয়ার লিগ ভক্তদের। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন টটেনহামের একজন। 

প্রিমিয়ার লিগ কর্তৃক সর্বশেষ কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন স্পার্সদের একজন। এমনটাই জানিয়েছে লন্ডনের ক্লাবটি। তবে আক্রান্ত ব্যক্তি খেলোয়াড় নাকি কর্মকর্তা তা প্রকাশ করেনি তারা। এ বিষয়ে টটেনহাম তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, মেডিক্যাল গোপনীয়তার কারণে আক্রান্ত ব্যক্তির নাম প্রকাশ করা হবে না।

ইতোমধ্যে আক্রান্ত ব্যক্তিকে ৭দিনের জন্য আইসোলশেনে পাঠানো হয়েছে। টটেনহামের ওয়েবসাইটের বরাতে খরবটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

টটেনহামের খেলোয়াড় ও কর্মকর্তা মিলিয়ে ১ হাজার ১৯৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে পজিটিভ এসেছেন একজন। 

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!