• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এবার যাত্রীবাহী ড্রোন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১০, ২০১৬, ০৩:৪৯ পিএম
এবার যাত্রীবাহী ড্রোন

সোনালীনিউজ ডেস্ক
এটি যে সে ড্রোন নয়। রীতিমতো বিশালাকার। দেখতে অনেকটা হেলিকপ্টারের মত। এই ড্রোনটি একজন মানুষকে নিয়ে উড়তে পারে। এই সুবিশাল ড্রোনটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রোনিক্স শোতে উপস্থাপন করা হয়েছে। ড্রোনটি তৈরি করেছে চীনের ইহাং নামের একটি প্রতিষ্ঠান। ড্রোনটির মডেল ইহাং ১৮৪।

ড্রোনটির ওজন ২০০ কেজির কাছাকাছি। এটি নিরাপদ ড্রোন। এটির সেইফ সিস্টেম অনেকটাই উন্নত। আরোহীসমেত ড্রোনটি আকাশে উড়ার সময় যদি কেনো গড়বড় দেখা দেয় তবে ড্রোনটি সঙ্গে সঙ্গে ল্যান্ডিং করবে। এতে করে যাত্রী থাকবে নিরাপদ। এই ড্রোনটি ওড়ানোর জন্য কোন লাইসেন্স লাগবে না।

সোনালীনিউজ/ঢাকা

Wordbridge School
Link copied!