• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কবর দেয়ার পর বাড়ি ফিরে এল ‘চাষি’!


নিউজ ডেস্ক জুলাই ৩, ২০১৯, ০২:৩৬ পিএম
কবর দেয়ার পর বাড়ি ফিরে এল ‘চাষি’!

ঢাকা: মানসিক সমস্যার কারণে ঘর ছেড়েছিলেন এক ব্যক্তি। তারপর পনেরদিনেরও খোঁজ মেলেনি তার। এরপর একই এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। যেটিতে পচন ধরায় ওই ব্যক্তির মরদেহ ভেবে কবর দেয় নিখোঁজ শিবান্না (৪৫) এর পরিবার। কিন্তু দেখা যায় কদিন বাদেই ফিরে আসে ওই ব্যক্তি। তার পড়নে রঙিন পোষাক। সেই পোশাকের সঙ্গে এই মরদেহে থাকা পোশাক কোনোভাবেই মিল পাওয়া যায়নি।

এ ঘটনা ঘটেছে ভারতের কর্নাটকের হাসান তালুকের সালাগামের সংঘ গ্রামে।

স্থানীয় পুলিশ জানায়, অপরিচিত এক মরদেহ দেখে বোঝার উপায় নেই যে এটাই শিবান্না। পরিবার ভুল করতেই পারে। এই ভেবে শিবান্নার স্ত্রী ও পরিবারকে চাপ দেন। ওই দিন সেই মরদেহ গ্রামে এনে মাটিতে কবর দেয়া হয়। শ্রাদ্ধের দিন ঠিক করে, শিবান্নার নামে কার্ড ছাপিয়ে আত্মীয়দের নিমন্ত্রণও করেন তার বাবা।

অনুষ্ঠানের শেষ হতেই পরিবার জানতে পারে, ৪৫ বছর বয়সী শিবান্না বেঙ্গালুরুতে এক আত্মীয়ের বাড়িতে রয়েছে। তাকে আনতে সেখানে পুরো পরিবার চলে যায়।

প্রথমে বিষয়টি মানতে নারাজ হলেও পরে শিবান্নাকে মেনে নেয় গ্রামবাসীরা। পরিবারও আপনজনকে পেয়ে বেশ খুশি।

কিন্তু পুলিশের কাছ থেকে যার মরদেহ এনে কবর দেয়া হয়েছিল সেই ব্যক্তির খোঁজ মেলেনি এখনও। সেই দেহ আসলে কার, সেটা তদন্ত করে দেখছে পুলিশ।

সোনালীনিউজ/ঢাকা/এসএস

Wordbridge School
Link copied!