• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাতারে ৪৮ দলের বিশ্বকাপ হচ্ছে না


ক্রীড়া ডেস্ক মে ২৩, ২০১৯, ০৩:৩৩ পিএম
কাতারে ৪৮ দলের বিশ্বকাপ হচ্ছে না

ঢাকা: কাতার বিশ্বকাপে ৪৮ দল অংশ নেবে কিনা এ নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। ফিফার দিক থেকেও ইঙ্গিত ছিল। মনে করা হচ্ছিল, কাতার বিশ্বকাপেই ৩২ থেকে দল ৪৮ হতে চলেছে। কিন্তু ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন এখনই বিশ্বকাপের দলসংখ্যা বাড়ছে না।

কাতার এই মুহূর্তে ৪৮ দলের বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত নয়। তবে ২০২৬ বিশ্বকাপে বিশ্বকাপের দলসংখ্যা বাড়ানো হতে পারে। প্যারিসে অনুষ্ঠেয় ফিফার পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

ফিফার সর্বশেষ সভায় বলা হয়েছিল, কাতার ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করতে পারবে কি না, সে ব্যাপারে পর্যালোচনা করে দেখা হবে। দরকার হলে কাতারকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আয়োজনের দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ারও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু কাতার এ ব্যাপারে নিজেদের অপারগতার কথা জানিয়ে দিলে ২০২২ বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ রাখারই সিদ্ধান্ত নিয়েছে ফিফা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!