• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিমকে চিঠি লিখেছেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৩, ২০১৯, ১২:২৮ পিএম
কিমকে চিঠি লিখেছেন ট্রাম্প

ঢাকা: পারমাণবিক কর্মসূচি বাতিলে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বেশ কিছু দিন ধরেই আলোচনা চালাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।

উত্তর কোরিয়ার দাবি, আগে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। ফলে ঐকমত্যে পৌঁছতে পারেনি ট্রাম্প ও কিম।

এরইমধ্যে ট্রাম্প স্বীকার করেছেন যে, কিম তাকে একটি চিঠি লিখেছেন। এবার কিমও ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি ব্যক্তিগত চিঠির প্রাপ্তি স্বীকার করলেন।

ওই চিঠিকে চমৎকার বলে উল্লেখ করে চিঠির আকর্ষণীয় বিষয়বস্তু নিয়ে গভীরভাবে ভাবছেন বলেও জানিয়েছেন কিম।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএর খবরে চিঠিতে ট্রাম্পের অসাধারণ সাহসের প্রশংসাও করেছেন কিম।

এদিকে আগামী সপ্তাহেই সিওলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ্যা ইনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ট্রাম্প।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!