• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গর্ভধারিণী মায়ের ব্যাথা


মো: গোলাম মোস্তফা (দুঃখু) মে ১২, ২০১৯, ০৩:৪৩ পিএম
গর্ভধারিণী মায়ের ব্যাথা

মা জন্ম দিলো পৃথিবীতে,
ভর আশা নিয়ে।
মা যে এবার হাসি দিবে,
খোকা কে বুকে নিয়ে।
গর্ভধারিণী মায়ের ব্যাথা,
ভুলার মতো নয়।

হাসি মুখে সকল ব্যাথা লোকিয়ে রাখে,
খোকার হাসি দেখে।
দিনের আলো তুফান তুলে!
মায়ের কষ্ট দেখে।
খোকার চিন্তায় মা যে এবার,
কষ্ট নিলো বুকে।

মায়ের  হাসি দেখবো বলে,
বসে থাকি দিন  দুপুরে।
মরণ আমার চাই না মা গো।
তোমায় কষ্ট দিয়ে!
নিশ্বাস চলে যাক, কষ্ট হবে না।
মা গো তুমি কষ্ট পেলে,
সুখ হবে না আমার মাটির ঘরে।

মা গো,
তুমিহীনা ভাবনা বড় বিষাদময়!
বাঁচতে হলে নিশ্বাস নিবো তোমার আঁচলে।
কষ্ট দিলে ক্ষমা করো,
মা গো হৃদয় দয়াময়।
তুমি বিশ্ব মমতাময়ী মা,
তোমার পরশে বেঁচে আছি–কঠিন পৃথিবীর বুকে।

খাবার টেবিলে তোমার হাসি,
বুঝতে পারি  নাই!
তুমি না খেয়ে দিয়েছো খাবার,
হৃদয় হাসি দিয়ে।
মা গো তুমি কষ্ট পেলে,
নিশ্বাস যাবে চলে।

নয়ন আলো বিশ্ব দেখে,
তোমার হাসি দেখে।
হৃদয় আয়নাতে তোমার ছবি আঁকি,
মধ্যরাতে যখন ভয়ে ভয়ে থাকি।

লেখক : বিতার্কিক-শিক্ষার্থী,সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম

Wordbridge School
Link copied!