• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘গাছ লাগালে হোল্ডিং ট্যাক্সে ছাড়’


নিজস্ব প্রতিবেদক জুন ৬, ২০১৬, ০৭:১১ পিএম
‘গাছ লাগালে হোল্ডিং ট্যাক্সে ছাড়’

বাসাবাড়ির ছাদ-বারান্দায় গাছ লাগালে হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আগামী প্রজন্মকে সবুজ পরিবেশে বেড়ে উঠার সুযোগ দিতে বাসাবাড়িতে গাছ লাগান, পরিবেশ রক্ষা করেন। বাসার ছাদে, বারান্দায় গাছ লাগালে হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ ছাড় দেয়া হবে।’
 
বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘আমাদের ক্যাম্পাস, আমরাই রাখব সুন্দর’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ঢাকা দক্ষিণের মেয়র।

ঢাকাকে বাঁচাতে নাগরিকদের সহায়তা কামনা করে সাঈদ খোকন বলেন, ‘ঐতিহ্যবাহী ঢাকা শহর আমাদের ভালোবাসার শহর, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার, এজন্য সকলকেই এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে।’

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!