• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুগলকে ৫০০ কোটি ডলার জরিমানা


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক জুলাই ১৯, ২০১৮, ০১:৩৬ পিএম
গুগলকে ৫০০ কোটি ডলার জরিমানা

ঢাকা: ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগলকে ৫০০ কোটি ডলার জরিমানা করেছে ইউরোপিয় ইউনিয়ন। অন্য অপারেটিং সিস্টেমের চাইতে অ্যান্ড্রয়েড এর আধিপত্য বিস্তারে অবৈধ উপায় অবলম্বন করায় এ জরিমানা করা হয়।

তিন বছর ধরে গুগলের কার্যক্রম পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে আসে ইইউ। বেলজিয়ামের ব্রাসেলসে সংস্থাটির পরবর্তী সম্মেলনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। কোনো একক প্রতিষ্ঠানকে এর আগে এত বড় অংকের জরিমানা করার নজির নেই।

এর আগে অবৈধ প্রতিযোগিতার দায়ে গুগলকে ২৮০ কোটি ডলার জরিমানা করা হয়। ইউরোপিয় ইউনিয়নের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে গুগল।


সোনালীনিউজ/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!