• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
বাজেট ২০১৬-১৭ অর্থবছর

জাতীয় সংসদে এনবিআরের হেল্পডেস্ক


বিশেষ প্রতিনিধি জুন ১, ২০১৬, ০৮:১০ পিএম
জাতীয় সংসদে এনবিআরের হেল্পডেস্ক

বাজেট অধিবেশ চলাকালে জাতীয় সংসদে উত্থাপিত আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং শুল্ক সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে জাতীয় সংসদে একটি হেল্পডেস্ক চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই হেল্পডেস্ক ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

হেল্পডেস্কে এনবিআরের আয়কর, ভ্যাট ও শুল্ক অনুবিভাগের ৫৬ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। তারা বাজেটে উত্থাপিত আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং শুল্ক সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সংসদ সদস্যদের সহায়তা করবেন। পাশাপাশি সংসদ অধিবেশন চলাকালে আগত দর্শনার্থী, সাংবাদিকবৃন্দ ও অতিথিবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর ও তথ্য দিয়ে সহায়তা করবেন।

জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ হচ্ছে বৃহস্পতিবার (২ জুন)। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিকেল ৩টায় আগামী অর্থবছরের জন্য প্রায় সাড়ে ৩ লাখ কোটির টাকার বাজেট পেশ করবেন।

সোনালীনিউজ/ঢাকা/ জেডআরসি

Wordbridge School
Link copied!