• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জেনে নিন মাকামে ইবরাহিম কী?


নিজস্ব প্রতিবেদক মে ১৭, ২০১৬, ০৪:৩৪ পিএম
জেনে নিন মাকামে ইবরাহিম কী?

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর মতে, মাকামে ইবরাহিম ঐ পাথরকে বলা হয়, যে পাথরে দাঁড়িয়ে হজরত ইবরাহিম আলাইহিস আল্লাহর ঘর নির্মাণ কাজ করেছেন।

আজও এ পাথরে হজরত ইবরাহিম আলাইহিস সালামের কদম মুবারকের চিহ্ন বিদ্যমান।

এ প্রসঙ্গে বর্ণিত আছে যে, আল্লাহর ঘর নির্মাণের সময় যখন দেয়াল ক্রমান্বয়ে উঁচু হতো তখন ঐ পাথরও হজরত ইবরাহিম আলাইহিস সালামকে নিয়ে ওপরে উঠতো।

ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি-এর এক বর্ণনায় জানা যায়, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়কালে ও হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর খিলাফাতের সময় পর্যন্ত এ পাথর বাইতুল্লাহর সঙ্গে মিলিত ছিল।

হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু-এর খিলাফাতের সময়কালে বন্যার স্রোতে এ পাথরটি ভেসে যায়। পরে তিনি তা সংগ্রহ করে বাইতুল্লাহ হতে একটু দূরে পাথর দিয়ে স্থায়ীভাবে পরিবেষ্টিত করে রেখে দেন। সে সময় থেকে আজও এ পাথরটি ঐ একই স্থানে রয়েছে।

বাইতুল্লায় ওমরা ও হজের সময় হাজি সাহেবগণ মাকামে ইবরাহিমে দু’ রাকাআত নামাজ আদায় করেন। এ স্থানে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!