• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৬, ২০২০, ১০:৪৭ এএম
ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু

ঢাকা : স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে ট্রেনের সব সিটে যাত্রীপরিবহনের জন্য বিক্রি করা হবে। এর মধ্যে ৫০ শতাংশ অনলাইন ও ৫০ শতাংশ টিকিট কাউন্টারে বিক্রি হবে। 

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে করোনা পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর পর গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। পরে কয়েক দফায় আরও বেশ কিছু ট্রেন চলাচল শুরু হয়।

এ ছাড়া করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রেখে বর্তমানে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছিল, যা আগে সবই অনলাইনে বিক্রি হতো। পরে গত ১২ সেপ্টেম্বর থেকে ৫০ শতাংশ টিকিটের অর্ধেক, অর্থাৎ মোট আসনের ২৫ শতাংশ কাউন্টারের

মাধ্যমে বিক্রি করা শুরু হয়েছে। বাকি অর্ধেক অর্থাৎ ২৫ শতাংশ মোবাইলঅ্যাপ, অনলাইনে ইস্যু করা হচ্ছিল।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!