• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডিএনসিসি এলাকায় কবর জিয়ারত বন্ধ


সোনালীনিউজ ডেস্ক এপ্রিল ৭, ২০২০, ০৮:৩৯ পিএম
ডিএনসিসি এলাকায় কবর জিয়ারত বন্ধ

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ থেকে জনসাধারণকে মুক্ত রাখার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার সব কবরস্থানে কবর জিয়ারত, দোয়া, মোনাজাতসহ জনসমাগমের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কবরস্থানগুলোতে মৃত ব্যক্তির দাফনের স্বাভাবিক কাজ চালু থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএনসিসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার জন্য সামাজিক দূরত্ব নিশ্চিত করা খুবই জরুরি। এ জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!