• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
করোনা আতঙ্ক

ঢাকা ছেড়েছে ৩৫০ মার্কিন নাগরিক


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩০, ২০২০, ০৭:২৮ পিএম
ঢাকা ছেড়েছে ৩৫০ মার্কিন নাগরিক

ঢাকা : মার্কিন নাগরিকদের নিয়ে একটি বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে করোনাভাইরাসের মহামারির মধ্যে বাংলাদেশে আটকে পড়া নিজেদের নাগরিকদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থিত দেশটির নাগরিকদের ফিরিয়ে নিতে ভাড়া করা একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।

এই ফ্লাইটটি ঢাকা থেকে দোহা হয়ে ওয়াশিংটন ডিসির ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তাদের যাত্রীদের পৌঁছে দেবে।
ফ্লাইটে থাকা মার্কিন নাগরিকরা নিজ খরচেই দেশে ফিরছেন বলে জানিয়েছে দূতাবাস। যারা তৎক্ষণাৎ টিকিট কাটার টাকা দিতে পারেনি তাদের লিখিত নেওয়া হয়েছে, দেশে ফিরেই তারা টিকিট মূল্য পরিশোধ করবেন।

বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে ঢাকাস্থ বিদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সুরক্ষা নিয়ে মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক হয়। ঐ বৈঠকে উদ্ভূত পরিস্থিতিতে স্পেশাল ফ্লাইটে ঢাকায় থাকা আমেরিকানদের ফেরানোর কথা বলেন, মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!