• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তামিমের বিশ্বাসই হচ্ছে না!


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৯, ২০১৯, ০৪:৪০ পিএম
তামিমের বিশ্বাসই হচ্ছে না!

ঢাকা: এমন এক ইনিংস খেললেন যেটি কি না তামিম ইকবালেরই বিশ্বাস হচ্ছে না! শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে তাঁর অবিশ্বাস্য এক সেঞ্চুরিতে দ্বিতীয়বার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৩১ বলে ফিফটি। ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে খেলেছেন আর ১৯ বলে। ৫০ বলে সেঞ্চুরি করা তামিমকে শেষ পর্যন্ত আউটই করতে পারেননি ঢাকার বোলাররা। কুমিল্লা যে ১৩টি চার মেরেছে, এর ১০টাই তামিমের। ১২ ছক্কার ১১টিই তাঁর। তামিম যেখানে একাই নিয়েছেন ১৪১ রান, সেখানে তাঁর সতীর্থরা সবাই মিলে তাঁর চেয়ে ২ বল কম খেলে তুলেছেন ৪৭ রান। দলের ৭১ভাগ রানই তামিমের।

এমন এক ইনিংস খেলে নিজেই বিশ্বাস করতে পারছেন না তামিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাঁহাতি এই ওপেনার বললেন,‘ সত্যি কথা বলতে আমি এখনো স্বপ্নের ঘোরে আছি, যেভাবে ব্যাটিং করেছি। এখনো বিশ্বাস হচ্ছে না! রুমে যাব, হাইলাইটস দেখব, তখন হয়তো বিশ্বাস হবে। একটা সময় আমি বিরক্ত হয়েছিলাম, যখন বিজয় (এনামুল হক) আউট হয়ে গেল। ওখান থেকে আমাকে শান্ত হতে হয়েছে এবং নতুন করে শুরু করতে হয়েছে। হাইলাইটস দেখলে আরও ভালো বলতে পারব।’

বিপিএলের ৫৭ ম্যাচে কোনো সেঞ্চুরি ছিল না তামিমের। অবশেষে সেই শূন্যতা দূর হয়েছে, সেটিও আবার ফাইনালে। এবার কি একটু স্বস্তি বোধ করছেন ? তামিম বলেন, ‘অবশ্যই স্বস্তির। কে স্বস্তি পাবে না? সেঞ্চুরি পাওয়া অবশ্যই দারুণ কিছু। এটা অনেক কিছু শেখাবে কীভাবে এটা আন্তর্জাতিক ক্রিকেটেও করা যেতে পারে। ঢাকার যে বোলিং আক্রমণ, অনেক আন্তর্জাতিক দলেও এত ভালো বোলিং আক্রমণ নেই। এ জায়গায় যদি ভালো করতে পারি তাহলে কেন আন্তর্জাতিক ক্রিকেটেও এটা করতে পারব না?’

অপরাজিত ১৪১ রান বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। তবুও তামিম বলতে চাইছেন না এটাই তার সেরা ইনিংস। তাঁর কাছে যে ধর্মশালায় ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে করা অপরাজিত ১০৩ রানের ইনিংসটা অনেক বড়। তামিম এর ব্যাখ্যা দিয়েছেন এভাবে,‘ পাশাপাশি রাখতে পারব না, ওটা ছিল আমার জাতীয় দায়িত্ব। (ওমানের বিপক্ষে) যদি ম্যাচটা হারতাম তাহলে আমরা টুর্নামেন্টের বাইরে চলে যেতাম। প্রতিপক্ষ ওমান হলেও চাপ তো ছিল। ইনিংসটা তাই অনেক উঁচুতে রাখি। সব সময় বলি যে, সেঞ্চুরি যে দলের সঙ্গেই হোক, সেটা অবশ্যই বিশেষ কিছু। আপনাকে কঠোর পরিশ্রম করেই সেঞ্চুরি করতে হবে। আজকের ইনিংসটা অবশ্যই ওপরের দিকে থাকবে নিশ্চিত, তবে তুলনা করতে চাইছি না। দুটোই স্পেশাল।’

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!