• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তাহের-ননীর ফাঁসি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২, ২০১৬, ০২:২৪ পিএম
তাহের-ননীর ফাঁসি

সোনালীনিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নেত্রকোণার দুই রাজাকার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননীকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করা হয়।
মুক্তিযুদ্ধের সময় নিরস্ত্র মানুষকে অপহরণ, আটকে রেখে নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগ এবং হত্যার অভিযোগ রয়েছে এ দুই রাজাকারের বিরুদ্ধে।
গত ১০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
২০১৪ সালের ১২ আগস্ট ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী তাহের ও ননীকে গ্রেপ্তার করে নেত্রকোনা পুলিশ। গত ৪ জানুয়ারি থেকে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের চার দিন যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায় ঘোষণার পর্যায়ে আসে।
২০১৩ সালের ৬ জুন এ দুই আসামির বিরুদ্ধে তদন্ত শুরু করে প্রসিকিউশনের তদন্ত সংস্থা। এক বছর চার মাস ২৮ দিন পর ওই তদন্তের প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয়া হয়।
সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!