• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দাঁতে দাগ পড়লে কী করবেন?


স্বাস্থ্য ডেস্ক মার্চ ১৫, ২০১৮, ১০:৪৩ এএম
দাঁতে দাগ পড়লে কী করবেন?

ফাইল ছবি

ঢাকা: দাঁতে কালো, লালচে বা আয়রোনের দাগ? বন্ধু-বান্ধবের সামনে মোন খুলে হাসতে পারেন না? কোনো চিন্তা নেই, কিছু পরামর্শ মেনে চললেই এগুলো দূর করা সম্ভব। সাধারণত, দাঁতের ক্ষয়রোগ, ধূমপান, পান খাওয়া, জর্দা খাওয়া, পানিতে আয়রনের পরিমাণ বেশি হলে ইত্যাদি নানা কারণেই দাঁতে দাগ পড়ে। এ ছাড়া অল্পবয়সে টেট্রাসাইক্লিন নামক ওষুধের প্রতিক্রিয়ার কারণে কালো দাগ হয়ে থাকতে পারে। 

যা করবেন

  • দাঁতের ক্ষয়রোগের কারণে দাঁত কালচে হলে ব্লিচ করে অনেক ক্ষেত্রে তা দূর করা যায়। 
  • ধূমপান, পান-জর্দা খাওয়া প্রভৃতি কারণে দাঁতের ওপর দাগ পড়লে তা স্কেলিং করে দূর করা সম্ভব। 
  • টেট্রাসাইক্লিন জাতীয় ওষুধ খেয়ে বা আগে কোনো কারণে দাঁতে আঘাত পাওয়ার কারণে যদি দাঁতে দাগ পড়ে, সে ক্ষেত্রে ব্লিচিং, বন্ডিং বা পোরসেলিন ক্রাউন প্রভৃতি চিকিৎসা পদ্ধতিতে দাগ দূর করা যায়। 

আর যেসব থেকে দূরে থাকবেন

  • সেপটিপিন দিয়ে দাঁত খোঁচানো অভ্যাস ছাড়ুন। 
  • গুল থেকে দূরে থাকুন।
  • জর্দা, পান, সুপারি ছুঁবেনও না। 
  • ধূমপান থেকে ১১০ গজ দূরে থাকুন। 
  • কয়লা বা মাজন দিয়ে দাঁত ঘষবেন না। এতে দাঁতের অ্যানামেল নষ্ট হয়ে দাঁত উজ্জ্বলতা হারাবে। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!