• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিতির পাশে প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১০, ২০১৬, ০৮:৫৪ পিএম
দিতির পাশে প্রধানমন্ত্রী

সোনালীনিউজ ডেস্ক

বাংলাদেশ চলচিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা পারভীন সুলতানা দিতির চিৎিসার জন্য ১০ লাখ টাকার চেক প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আজ রোববার বিকেলে গণভবনে দিতির মেয়ে লামিয়া চৌধুরী ও ছেলে শাফায়াত চৌধুরী দীপ্তর হাতে দশ লাখ টাকার এ চেক তুলে দেন তিনি।

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, লামিয়া ও দীপ্তর কাছে তাদের মায়ের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন শেখ হাসিনা। এসময় দিতির দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

উল্রেখ্য,সম্প্রতি দিতির মস্তিস্কে টিউমার ধরা পড়লে চিকিৎসার জন্য গত জুলাইয়ের শেষ দিকে ভারতের মাদ্রাজ ইনস্টিটিউট অফ অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি হাসপাতালে অস্ত্রোপচার হয়।

এর কিছুদিন পরেই আবার অসুস্থ হয়ে পড়ায় তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। সেখানে কেমোথেরাপি দেওয়ার পর দিতির যন্ত্রণা আরো বেড়ে যায়।গত শুক্রবার দুপুরে ভারত থেকে দেশে ফিরেই হাসপাতালে ভর্তি হন এই চিত্রনায়িকা।

প্রধানমন্ত্রীর সঙ্গে দিতির ছেলে ও মেয়ের সাক্ষাতের সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।

এদিন আরেক অভিনেত্রী রাণী সরকারকেও আর্থিক সহায়তা দেন প্রধানমন্ত্রী।

বিকেলে গণভবনে গেলে রাণী সরকারের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়ার পাশাপাশি নগদ ৫০ হাজার টাকা দেন শেখ হাসিনা।

গণভবন থেকে দুই বস্তা চাল, মাছ ও সবজিও তার বাসায় পাঠানো হয়।

এর আগেও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রাণী সরকারকে ২০ লাখ টাকা দেওয়া হয়।

 

Wordbridge School
Link copied!