• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেশে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকায় 


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২০, ০৭:১৯ পিএম
দেশে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকায় 

ঢাকা : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনসহ দেশে এখন পর্যন্ত আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১২৩ জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, এর মধ্যে ঢাকা শহরেই ৬৪ জন শনাক্ত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। 

তিন বলেন, সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ঢাকার ৬৪ জন। এছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ নারায়ণগঞ্জে আক্রান্ত হয়েছেন ২৩ জন। ঢাকার সিটির বাইরে ঢাকা জেলার বিভিন্ন উপজেলায় আরো ৪ জন আক্রান্ত হয়েছেন।

এ সময়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!