• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশ তুমি চিৎকার করছো কেন?


মো: গোলাম মোস্তফা (দুঃখু) জুলাই ২২, ২০১৯, ০১:২৪ পিএম
দেশ তুমি চিৎকার করছো কেন?

দেশ তুমি চিৎকার করছো কেন?
মূর্খরা উল্লাস করে মানুষের রক্ত দেখে।
দেশ তুমি চিৎকার করছো কেন?
মুক্তির গান এখন আর হয় না।

দেশ তুমি  চিৎকার করছো কেন ?
মূর্খরা গুজব শুনে বিশ্বাস করে।

দেশ তুমি চিৎকার করছো কেন?
অসহায় মানুষ লাশ হচ্ছে অকারণে।

দেশ তুমি চিৎকার করছো কেন?
অন্যায় করে চলছে রাজার হালে।
দেশ তুমি চিৎকার করছো কেন?
নিরাপত্তা নেই মায়ের আঁচল।

দেশ তুমি চিৎকার করছো কেন?
বিচারহীনতার আমেজ চলছে।
দেশ তুমি চিৎকার করছো কেন?
গুজবের তালে ওরা হত্যায় মগ্ন।

দেশ তুমি চিৎকার করছো কেন?
ফেইসবুকের নেশায় মূর্খের দল।
দেশ তুমি চিৎকার করছো কেন?
সুখে থাকতে চায় না এই দেশের মানুষ গুলো।

দেশ তুমি চিৎকার করছো কেন?
দুর্নীতি করে ওরা আওয়াজ তুলে।
দেশ তুমি চিৎকার করছো কেন?
ফেইসবুক ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশ।

লেখক : বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম

Wordbridge School
Link copied!