• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নারীদের যৌন আনন্দ বাড়াবে ডিভাইস!


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১০, ২০১৬, ০২:৩১ পিএম
নারীদের যৌন আনন্দ বাড়াবে ডিভাইস!

সোনালীনিউজ ডেস্ক

আমেরিকার কনজিউমার ইলেক্ট্রনিক্স শো’তে দুটি আলোচিত পণ্য এনেছে ‘ওহমিবড’ নামের একটি কোম্পানি। এই শো’টি হয়েছিল আমেরিকার লাস ভেগাস শহরে চলতি বছরে জানুয়ারির ৬ থেকে ৯ তারিখে।
‘ওহমিবড’ কোম্পানির আলোচিত পণ্য দু’টি হলো- দ্য আর্ট অ্যান্ড সাইন্স অফ লাভ নামে একটি ইন্টারেক্টিভ অ্যাপস, যা স্বাস্থ্যগত দিকটা দেখবে সেক্সের। এছাড়া, লাভ ক্র্যাশ নামে আরেকটি ডিভাইস যার সাহায্যে এক্সারসাইস করে শক্তিশালী করা যাবে সেক্সের পেশীগুলো।
লাভলাইফ ক্রাস ডিভাইসটি সংযুক্ত থাকবে ব্লুটুথ ৪.০ এবং এর সঙ্গে রয়েছে একটি বিল্ট-ইন সেন্সর। কেগাল এক্সারসাইস একটি হেল্থ-মনিটর ডিভাইস যেটা শরীরে লাগানো হয়।
ওহমিবডের প্রতিষ্ঠাতা সুকি ডুনহাম বলেছেন, ‘বাচ্চা জন্মের পর এবং বয়সের কারণে বেশিরভাগ মহিলা দুর্বলতা অনুভব করে পেলভিক ফ্লোরে। আমাদের লাভলাইফ ক্র্যাশ প্রেসার, নিয়ন্ত্রণ, ধৈর্য পরিমাপ করে মহিলাদের শক্তিশালী করে তোলে প্রশিক্ষণ চ্যালেঞ্জের মাধ্যমে।’
অপরদিকে অ্যাপসটিতে রয়েছে গেইম খেলার মতো আনন্দ। সঠিকভাবে একটা প্রশিক্ষণ শেষ করতে পারলেই কেবল পরবর্তী ধাপে যাওয়া সম্ভব।
ডুনহাম বলেন, ‘গবেষণায় দেখা গেছে মানসিক আনন্দ, শারীরিক সুস্থতা এবং সুস্থ যৌন সম্পর্কের মধ্যে আন্ত:সম্পর্ক রয়েছে।’
অনেকের কাছে সেক্স টেকনোলজি বিরক্তিকর এবং চিকিৎসার একটি অংশ মনে হতে পারে। সে প্রসংগে ডুনহাম বলেন, ‘এটা বিরক্তিকর নয়, এবং মহিলা সমাজকে মূল্য পরিশোধের ভিত্তিতে ভোক্তাতে পরিণত করাও এর লক্ষ্য নয়।’
তিনি বলেন, ‘সমাজ এবং সংস্কৃতির পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তির উন্নয়ন নতুন নতুন চাহিদা এবং পণ্য উন্নয়নের দিকে নিয়ে যায়।’
চলতি বছরেই বাজারে পাওয়া যাবে লাভলাইফ ক্র্যাশ। ৭৫ ডলারে lovelifetoys.com এ প্রি অর্ডার দিয়েও রাখার ব্যবস্থা রয়েছে।

Wordbridge School
Link copied!