• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘নির্বাচন কমিশন খাঁচাবন্দি পাখি’


নিজস্ব প্রতিবেদক মে ২৫, ২০১৬, ০৩:২৯ পিএম
‘নির্বাচন কমিশন খাঁচাবন্দি পাখি’

নির্বাচন কমিশনকে (ইসি) খাঁচাবন্দি পাখি বলে মন্তব্য করেছেন বিএনপির  সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘ভোট চুরি, ভোট ডাকাতির মতো এতো সব মহাযজ্ঞের পরও গণতান্ত্রিক সৌজন্যের তোয়াক্কা না করেই ইসি বলবে, আগের নির্বাচনগুলোর চেয়ে আজকের নির্বাচন আরও সুষ্ঠু হয়েছে।’

বুধবার (২৫ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে এ অভিযোগ করেন তিনি।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মতোই পৌর নির্বাচনেও আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের তাণ্ডব চলছে বলে অভিযোগ করে রিজভী বলেন, ‘ইউপি নির্বাচনের মতোই পৌর নির্বাচনকে কেন্দ্র করেও আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের তাণ্ডব চলছে।’ এ সময় তিনি নোয়াখালী, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পৌরসভায় নানা অনিয়মের চিত্র তুলে ধরেন।

দেশের ৯টি পৌরসভায় বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি), যা চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। এ উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তৃতীয় ধাপের এ ভোটে নরসিংদীর ঘোড়াশাল ও রায়পুরা, লক্ষ্মীপুরের সদর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালীর সদর ও সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড় পৌরসভায় নির্বাচন হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/আমা

Wordbridge School
Link copied!