• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্মাণ হচ্ছে ‘ঘুড্ডি’র সিক্যুয়াল


বিনোদন প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০২০, ০৫:০৯ পিএম
নির্মাণ হচ্ছে ‘ঘুড্ডি’র সিক্যুয়াল

ঢাকা : ১৯৮০ সালে মুক্তি পায় সুবর্ণা মুস্তাফা ও রাইসুল ইসলাম আসাদের ‘ঘুড্ডি’। এটি নির্মাণ করেছেন সৈয়দ সালাহউদ্দীন জাকি। ছবিটির নির্মাণশৈলী আর গল্প তো বটেই, এর গানও স্থান পেয়েছে ইতিহাসের অংশে। লাকী আখন্দ ও হ্যাপী আখন্দের ‘আবার এলো যে সন্ধ্যা’ সেই ছবিরই গান।

৪০ বছর পর ‘ঘুড্ডি’কে ফের ওড়ানোর উদ্যোগ নিয়েছেন এই সময়ের অন্যতম নির্মাতা ও প্রযোজক জসীম আহমেদ। তিনি জানালেন, এবার নির্মিত হচ্ছে ‘ঘুড্ডি’র সিক্যুয়েল। নির্মাণ করবেন সৈয়দ সালাহউদ্দীন জাকি নিজেই।  

ছবিটির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘ক্রান্তিকাল’। ‘ঘুড্ডি’র শেষ থেকেই এর গল্পটা শুরু হবে। ছবিটির ধরন প্রসঙ্গে সৈয়দ সালাহউদ্দীন জাকি বলেন, ‘আমাদের আশেপাশের সবই তো পলিটিকাল বিষয়। তবে এই ছবিটি পুরোপুরি পলিটিকাল হবে না। একটু আধটু স্যাটায়ার তো থাকবেই।’

তিনি জানান, ছবিটি নির্মাণ করবেন একেবারে নতুন শিল্পীদের নিয়ে। কারণ হিসেবে বললেন, ‘আমি আসলে নির্মাণে মনোযোগ দিত চাইবো। আর্টিস্ট সিডিউল মেনটেইন নিয়ে সময় নষ্ট করতে পারব না। সে জন্যই তারকা শিল্পীদের বাইরে গিয়ে নতুনদের নিয়ে কাজটা করতে চাই। যাতে নির্মাণের প্রতি মন বসাতে পারি।’

প্রযোজক জসীম আহমেদ জানান, ছবিটির শুটিং শুরু করবেন জুন মাসের দিকে। এরই মধ্যে গুছিয়ে নেবেন শিল্পী-কুশলীদের।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!