• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পচা কমলা বিক্রি করছে ‘স্বপ্ন’!


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২০, ২০১৯, ০৫:৫৬ পিএম
পচা কমলা বিক্রি করছে ‘স্বপ্ন’!

ঢাকা: বিক্রির উদ্দেশ্যে ভালো ফলের নামে পচা কমলা রাখার অপরাধে অভিজাত বিপণি-বিতান ‘স্বপ্ন’কে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২০ এপ্রিল) রাজধানীর মিরপুর-২ এলাকায় অভিযান চালিয়ে স্বপ্ন সুপার শপকে জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অধিদপ্তরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

তিনি বলেন, আজকে মিরপুর-২ এর স্টেডিয়ামের উত্তর পাশে প্রশিকা মোড়ে অবস্থিত স্বপ্ন সুপার শপে অভিযান চালানো হয়। এ সময় স্বপ্নে পচা কমলা সাজিয়ে রাখতে দেখা যায়। অর্থাৎ প্রতিষ্ঠানটি সুযোগ বুঝে ক্রেতার কাছে ভালো কমলার নামে পচা কমলা বিক্রি করছে, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর পরিপন্থী। এ অপরাধে স্বপ্নকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের সতর্ক করা হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতা করে এপিবিএন-১ এর সদস্যরা।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!