• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফলাফলে এবারও দেশ সেরা রাজশাহী


রাজশাহী প্রতিনিধি মে ১১, ২০১৬, ০৩:৩৬ পিএম
ফলাফলে এবারও দেশ সেরা রাজশাহী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে টানা দ্বিতীয় বারের মত এবারও দেশ সেরা হয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড। এবার এ বোর্ডে পাশের হার ৯৬ দশমিক ৭০ শতাংশ। গত বছর তা ছিলো ৯৪ দশমিক ৯৭ শতাংশ। এর আগে ২০১৪ সালে পাশের হার ছিলো ৯৬ দশমিক ৩৪ শতাংশ।

এবার এ বোর্ডে দুই হাজার ২হাজার ৬১৩টি স্কুলের এক লাখ ৫২ হাজার ৭৮৩জন শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৫২ হাজার ৫৬জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাশ করেছে এক লাখ ৪৫হাজার ৫১৮জন শিক্ষার্থী। এবার ৮০০টি স্কুল শতভাগ শিক্ষার্থী পাশ করার গৌরব অর্জন করেছে। গতবার এ সংখ্যা ছিলো ৯৬৯টি।

এবারো পাশের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। তাদের পাশের হার ৯৫ দশমিক ৮৭শতাংশ। আর ছেলেদের পাশের হার ৯৫ দশমিক ৫৫ শতাংশ। গতবার মেয়ে ও ছেলেদের পাশের হার ছিলো যথাক্রমে ৯৫ দশমিক ০৯ শতাংশ ও ৯৪ দশমিক ৮৬ শতাংশ।

তবে জিপিএ-৫ প্রাপ্তিতে এবারো এগিয়ে ছেলেরা। এবার মোট ১৭হাজার ৫৯৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে ৯ হাজার ৪০৫জন ছাত্র এবং ৮ হাজার ১৮৯ জন ছাত্রী। গতবার ১৫ হাজার ৮৭৩ জনের মধ্যে ৮ হাজার ৬১২জন ছাত্র ও ৭ হাজার ২৬১জন ছাত্রী জিপিএ-৫ পায়।

আজ বুধবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রণ অধ্যাপক সামশুল কালাম আজাদ।

এ সময় বোর্ডের সচিব শামসুল হক প্রামানিক, কলেজ পরিদর্শক তরুণ কুমার ও বিদ্যালয় পরিদর্শক দেবাশিষ রঞ্জন রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/আমা

Wordbridge School
Link copied!