• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফেব্রুয়ারিতে জাতীয় কবিতা উৎসব


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০১৬, ০৩:৩৭ পিএম
ফেব্রুয়ারিতে জাতীয় কবিতা উৎসব

সোনালীনিউজ ডেস্ক
`কবিতা মৈত্রীর, কবিতা শান্তির’ স্লোগানকে সামনে রেখে মহান ভাষা আন্দোলনের মাসের প্রথম দিন থেকেই এবারও শুরু হচ্ছে দুই দিনের জাতীয় কবিতা উৎসব। ফেব্রুয়ারির ১ ও ২ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে অনুষ্ঠিত হবে এ উৎসব। ৩০তম জাতীয় এ উৎসবে অংশ নিবেন দেশী-বিদেশী কবিরা।

শুক্রবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এ উৎসব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত।

তিনি জানান, উৎসবে অংশ নিতে আগ্রহী কবিরা ৩১ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।

লিখিত বক্তব্যে কবি তারিক সুজাত আরো বলেন, একুশ আমাদের অন্তহীন সম্ভাবনার উৎস। এই উৎসবিন্দু থেকেই শুরু হলো বাঙালির প্রগতিশীল সাহিত্যের ভিন্ন ধারা, শুরু হলো স্বপ্নের জাল-বোনা। প্রবীণের সঙ্গে নবীনদের মেলবন্ধন, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিলন, ঘরের গণ্ডি ভেঙে বিশ্বকে আলিঙ্গন করার এখনই সময়-আমরা সেই সম্ভাবনা কথা বলতে এসেছি।

উৎসবে নরওয়ে, সুইডেন, চীন, ভারত ও তাইওয়ানসহ তিন মহাদেশের কবিরা অতিথি হিসেবে অংশ নেবেন বলে জানান কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জাতীয় কবিতা উৎসবের আহ্বায়ক কবি রবিউল হোসাইন, কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি আনোয়ারা সৈয়দ হক, কবি কাজী রোজী প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!