• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বমেক চিকিৎসকদের কর্মবিরতি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৬, ০৪:৩৫ পিএম

বমেক চিকিৎসকদের কর্মবিরতি

বরিশাল প্রতিনিধি
সম্প্রতি সরকারের নতুন বেতন কাঠামোকে বৈষম্যমূলক অভিহিত করে ছয় দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত হাসপাতালের সামনে কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা।

এদিকে চিকিৎসকদের কর্মবিরতির ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এবং হাসপাতালে ভর্তিকৃত রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

কর্মবিরতির ব্যাপারে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখা ও প্রকৃচি-বিসিএস ২৬ ক্যাডার সমন্বয় কমিটি বরিশাল বিভাগের সভাপতি ডা. মো. ইসতিয়াক হোসেন জানান, এ আন্দোলন সরকার কিংবা দেশের উন্নয়নের বিরুদ্ধে নয়। এ আন্দোলন সম্মান ফিরে পাওয়ার। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মাকসেমুল হক, ডা. ওয়াহেদ, ডা. অপুর্ব, ডা. তন্নী, ডা. খাজা, ডা. শামীম, ডা. হিমু, ডা. মোসাদ্দেক হোসেন প্রমুখ।

 

সোনালীনিউজ/ঢাকা/মে

 

Wordbridge School
Link copied!