• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে পড়াশোনা করেছেন মেসি!


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৪, ২০২০, ০৯:৫১ পিএম
বাংলাদেশে পড়াশোনা করেছেন মেসি!

ঢাকা : বাংলাদেশে পড়াশোনা করেছেন ফুটবল বিশ্বের বিস্ময় লিওনেল মেসি। এমনটাই দাবি করছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলার সুবাদে একবার বাংলাদেশে এসেছিলেন মেসি।

বাংলাদেশে যদি মেসি একবারই এসে থাকে তবে তিনি এদেশের প্রাথমিক বিদ্যালয়ে কোনো বিদ্যালয়ে কীভাবে পড়াশোনা করলেন? না, এটা কারো মনগড়া কথা নয়। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলই বলছে এমন কথা। সেখানে গিয়ে ‘লিওনেল মেসি ইডুকেশন’ লিখে সার্চ করলেই আসছে লিওনেল মেসি স্টাডি ইন এ প্রাইমারী স্কুল অব বাংলাদেশ।

তবে এ ঘটনা নিশ্চয়ই সত্য নয়। কেননা মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে স্পেনের বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন এই তারকা ফুটবলার। তার আগে নিজের জন্মস্থান রোজারিওর হেরাস ফর এলিমেনটারি স্কুলে প্রাথমিক পড়াশুনা শেষ করেন তিনি। হ্যাকারদের দ্বারাই প্রভাবিত হয়ে এমন ফলাফল দেখাচ্ছে গুগল বলে ধারণা করা হচ্ছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!