• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগান পরিচর্যা করে ফিট থাকুন


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৯, ২০১৬, ০৫:২১ পিএম
বাগান পরিচর্যা করে ফিট থাকুন

সোনালীনিউজ ডেস্ক

দিন দিন শরীরচর্চার সংজ্ঞাটাই বদলে যাচ্ছে, বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সেসাইজ বা যোগ ব্যায়ামটাই ছিল মোটামুটি শরীর ঠিক রাখার একটা মাধ্যম। কিন্তু যত দিন বাড়তে লাগলো সংজ্ঞা বদলাতে লাগল, ততই বদলে গেল শরীরচর্চার সংজ্ঞাও। এখন শরীর সচেতন কোনও মানুষ জিম ছাড়া কিছু ভাবতেই পারেন না। কিন্তু ইউরোপের গবেষকরা ইতিমধ্যে বাদলে দিয়েছেন যে, শরীর নিয়ে চিন্তিত হলে, শুধু জিম করে সময় নষ্ট করার আর কোনও মানেই হয় না।

গবেষকদের মতে, শরীর সতেজ এবং সুন্দর ঝরঝরে রাখার জন্য বাগান করাটাই সবথেকে ভালো। বাগানে যদি আপনি বেশি সময় কাটান, তাহলে গায়ে রোদ লাগবে। সাধারণত জিম মানুষ বন্ধ ঘরের মধ্যেই করেন। কিন্তু শরীরচর্চার সময়, গায়ে সূর্যের আলোলাগাটাও জরুরি।

জিমের থেকে বাগানে সময় কাটালে শরীরের পেশিগুলো অনেক বেশি নড়াচড়া করতে পারে। যা শরীরের পক্ষে ভালো। মনের পক্ষেও। আরও একটা সুবিধার কথা গবেষকরা বলছেন। তাহলো, শুধু জিমে সময় কাটালে আপনার শরীর ভালো হবে। আর আপনি যদি বাগান পরিচর্যা করার কথা ভাবেন, তাহলে একইসঙ্গে আপনার শরীরও ভালো থাকবে। আর ভালো থাকবে গাছ। আমাকে আপনাকে এই পৃথিবীতে অনেক ভালো থাকতে গেলে যে, গাছের ভালো থাকাটাও জরুরি।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!