• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিজয় মিছিলে স্কুলছাত্র খুন


হবিগঞ্জ প্রতিনিধি জুন ৬, ২০১৬, ০৯:৩৮ এএম
বিজয় মিছিলে স্কুলছাত্র খুন

হবিগঞ্জের চুনারুঘাটে ইউপি নির্বাচনে জয়ী বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানের বিজয় মিছিলে হামলা চালিয়েছে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী নোমান চৌধুরীর সমর্থকরা। তাদের এ হামলায় মনির মিয়া নামে নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্র খুন হয়েছে। এঘটনায় আহত হয়েছে কমপক্ষে অর্ধশতাধিক লোক।

এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের শেখেরগাও গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬নং সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানের সমর্থকরা চুনারুঘাটের বিভিন্ন এলাকায় বিজয় মিছিল করে। সন্ধ্যায় মিছিলটি উপজেলা উবাহাটা এলাকার মধ্য দিয়ে শেখেরগাও গ্রামে নৌকা সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থী নোমান চৌধুরীর বাড়ির পাশে পৌঁছলে তার সমর্থকরা মিছিলকারীদের ওপর অতর্কিত হামালা চালায়।

এ সময় তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে বেধড়ক পেটায়। এতে মিছিলকারীরা প্রাণ বাঁচাতে বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করে। তাদের হামলায় নারী-পুরুষসহ অর্ধশতাধিক লোক আহত হয়।

চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দ্র চক্রবর্তী বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ও বিজিবি নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এলাকায় এখন অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!