• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিমানের পেটে বিমান


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৩, ২০১৬, ০৭:১৪ পিএম
বিমানের পেটে বিমান

সোনালীনিউজ ডেস্ক

বিশাল আকৃতির দেহটিকে দ্বিগুণ আকৃতির পাখায় ভাসিয়ে দূর আকাশে উড়ে বেড়ানো বিমানগুলো আজো শিশু মনের কাছে এক বিষ্ময়। শুধু শিশু নয়, কখনো আকাশে ভ্রমণ না করা কিংবা উড়ে বেরিয়ে বুড়িয়ে যাওয়া অনেকেরই হয়তো ঘোর কাটে না সহজে। মনে উকি দেয় নানা প্রশ্ন।
 
সেই বিষ্ময় কিংবা ঘোরে থাকা মনকে আরো উৎসুক করে তুলবে ছবিগুলো। যেখানে দেখা যাচ্ছে যাত্রী নন বরং দানবাকৃতির বিমানগুলোকেই বহন করছে আরো বড় আকৃতির বিমান। নতুন বিক্রি হওয়া বিমান পৌঁছে দিতে বা অকল বিমানকে ফিরিয়ে নিতে বিমান তৈরিকারক কোম্পানিগুলো সাধারণত ব্যবহার করে এসব বিমানবাহী বিমান। বিমান তৈরির সরঞ্জাম কিংবা তৈরি করা কাঠামোকেও স্থানান্তর করা হয় এগুলোর মাধ্যমে।

শুধু বিমানই নয় হাজার মানুষ বহন করা রেল গাড়ি, কিংবা মালবাহী লরিগুলোর মতো অতিরিক্ত ভারী যানবাহনকেও বহন করে দেশান্তর করে কার্গো বিমানগুলো। ছোট জাহাজ, গাড়ি কিংবা সমরযান পরিবহন তো এখন খুবই স্বাভাবিক হয়ে গেছে গোটা বিশ্বে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!