• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস


সোনালীনিউজ ডেস্ক অক্টোবর ২২, ২০১৯, ০৯:৩২ পিএম
বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস

ঢাকা: আগামী দুই দিনে দেশে বৃষ্টিপাতের সুখবর জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা পরবর্তী আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্র উপকূল এলাকার অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গেপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ রূপে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বুধবার (২৩ অক্টোবর) সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপবিবর্তিত থাকতে পারে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!