• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্যাটিংয়ে নেমেই ঝড়ের কবলে সিলেট


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০১৯, ০৬:৫৮ পিএম
ব্যাটিংয়ে নেমেই ঝড়ের কবলে সিলেট

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে ১৬তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাট করছে স্বাগতিক সিলেট সিক্সার্স। ঘরের মাঠে আগে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক ডেভিট ওয়ার্নারসহ মুল্যবান ৩টি উইকেট হারিয়েছে সুরমা পাড়ের দলটি।  

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে সিলেট সিক্সার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। ব্যাটিংয়ে নেমেই বড়সড় ধাক্কা খায় স্বাগতিক দল। ইনিংসের দ্বিতীয় ওভারে পরপর ৩টি উইকেট হারায়। বল হাতে নিজের প্রথম ওভারেই কারিশমা দেখান মেহেদী হাসান।

ওভারের দ্বিতীয় বলেই আন্দ্রে ফ্লেচারকে সাজঘরে ফেরত পাঠান এই অফ স্পিনার। মাত্র এক বলের ব্যবধানে সিলেটের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে বিদায় করেন মেহেদী। পরের বলে আফিফ হোসেনকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। ফলে এক ওভারে ৫ রানে ৩ উইকেট তুলে নেন মেহেদী হাসান।

এরপর নিজের প্রথম ওভারেই নিকোলাস পুরানের উইকেট শিকার করেন পেসার মোহাম্মাদ সাইফ উদ্দিন। ফলে মাত্র ৮ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় সিলেট সিক্সার্স। সেই বিপদ আরও বাড়িয়ে দেন ওপেনার লিটন দাস। লিয়াম ডসনের বলে ওহাব রিয়াজের তালুবন্দি হয়ে ফেরনে তিনি। এদিনও সুবিধা করতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষদ্ধ সাব্বির রহমান। ডসনের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান। মেহেদী হাসানের চতুর্থ শিকার হন পাকিস্তানি সোহেল তানভির। 

এই প্রতিবেদন লিখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৩০ রান জমা করেছে সিলেট সিক্সার্স। অলক কাপালি ৮ এবং তাসকিন আহমেদ ১ রান নিয়ে ব্যাট করছেন। 

৪ ম্যাচে ২টি করে জয় ও হারে ৪ পয়েন্ট সংগ্রহে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ৩ ম্যাচে ১টি করে জয় ও ২টি হারে ২ পয়েন্ট সংগ্রহে আছে সিলেটের। এবারের আসরে ঘরের মাঠে প্রথম খেলতে নেমেছে সিলেট। ঢাকা পর্বের তিন খেলায় মাত্র একটিতে জয় পেয়েছে সিলেট। নিজেদের ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবেন সিলেটের ছেলে অলক কাপালি, এবাদত হোসেনরা। আর এই তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিতে চাইবেন সিলেটের অস্ট্রেলিয়ান অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

সিলেট সিক্সার্স একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), লিটন কুমার দাস, আফিফ হোসেন, আন্দ্রে ফ্লেচার, সাব্বির রহমান, নিকোলাস পুরান, অলক কাপালি, সোহেল তানভির, তাসকিন আহমেদ, নাবিল সামাদ চৌধুরি ও আল-আমিন হোসেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, থিসারা পেরেরা, শামসুর রহমান, শহিদ আফ্রিদি, লিয়াম ডসন, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান ও জিয়াউর রহমান।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!