• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের মণিপুরে ভূমিকম্পে নিহত ৮


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৪, ২০১৬, ০৫:৪০ পিএম
ভারতের মণিপুরে ভূমিকম্পে নিহত ৮

সোনালীনিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছে শতাধিক মানুষ। আজ সোমবার ভোর ৫টা ৭ মিনিটে মিয়ানমার ও বাংলাদেশে এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ৫৭ কিলোমিটার ও ইম্ফল থেকে ২৯ দূরে এর উৎপত্তিস্থল।
পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দল জানিয়েছে, বেশ কিছু ভবনের দেয়াল, সিঁড়ি ও ছাদ ধসে গেছে। পুলিশ জানিয়েছে, কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, ওডিশায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে।
বাংলাদেশে ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন আহত হয়েছেন।

Wordbridge School
Link copied!