• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মঙ্গলেও করোনার ভয়াল রূপ 


আন্তর্জাতিক ডেস্ক মে ১২, ২০২০, ০৯:৫৯ এএম
মঙ্গলেও করোনার ভয়াল রূপ 

ঢাকা : প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে যেন ভেঙে চুরে যাচ্ছে পুরো পৃথিবী। ক্রমাগত জিনের রূপ বদলে ভয়াল আকার ধারণ করায় এখন পর্যন্ত এই মরণব্যাধির প্রতিষেধক আবিষ্কার সম্ভব হয়নি। এরই মধ্যে বিজ্ঞানীরা জানালেন চোখ কপালে ওঠার মতো তথ্য। তাদের দাবি- করোনার মতো মঙ্গল গ্রহও রূপ বদলেছে।

প্রায় ৪০০ কোটি বছর আগে মঙ্গল গ্রহের রঙ নীল ছিল। ধীরে ধীরে সেটি লাল হয়েছে। সম্প্রতি বিজ্ঞানীরা গবেষণা শেষে এমনটাই দাবি করছেন। একই সঙ্গে তারা মঙ্গল গ্রহে প্রাণের স্পন্দনের ইঙ্গিত পেয়েছেন। বিজ্ঞানীরা মঙ্গলে নাইট্রোজেন বা জৈবিক পদার্থের (কার্বনেট কম্পাউন্ড) সন্ধান পেয়েছেন।

জাপানের একদল বিজ্ঞানী মঙ্গলের উল্কাপিন্ডে এমন এক জৈবিক পদার্থ পেয়েছেন যাতে নাইট্রোজেনের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এই বিশেষজ্ঞদের দলে রয়েছেন, টোকিও ইন্ডাসট্রিজ অব টেকনোলজির বিজ্ঞানী আন্সুকো কোবায়াশী ও জাপানি এরোস্পেস এক্সপোরেশন এজেন্সির ইনস্টিটিউট অব স্পেস অ্যান্ড অ্যাস্টোনটিক্যাল সায়েন্সের বিজ্ঞানী মিজুহো কোএকে।

তাদের গবেষণায় জানা গেছে, মঙ্গলে পাওয়া এই জৈব পদার্থ প্রায় ৪০০ কোটি বছর পুরনো। বিজ্ঞানীরা বলছেন, মঙ্গলের মাটির ভেতরে জৈবিক পদার্থ পানির সংমিশ্রণে থাকতে পারে। ফলে সেই সময়ে মঙ্গলে প্রাণের স্পন্দনের এক সম্ভাবনা দেখা দিয়েছিল বলেই মনে করা হচ্ছে।

এর আগেও বিভিন্ন গবেষণায় দাবি করা হয়েছে, একটি উল্কাপিন্ড আন্টার্কটিকায় পড়েছিল সেটিকে হিল্স এএলএইচ ৮৪০০১ (ALH 84001) নাম দেওয়া হয়েছিল। ওই উল্কাপিন্ড ১৯৮৪ সালে বৈজ্ঞানিকেরা পেয়েছিলেন। তারপরে একাধিক সমীক্ষায় উঠেছে এমন সব তথ্য যে- মঙ্গলের রং আগে হয়তো নীল ছিল যা এখন লাল হয়েছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!