• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মা গো তোমায় ভালোবাসি


মো: গোলাম মোস্তফা (দুঃখু) ফেব্রুয়ারি ১৫, ২০২০, ১২:২৪ এএম
মা গো তোমায় ভালোবাসি

সূর্য  উঠেছে জীবন বৃত্তে,
মায়ের চোখের জলে।
ব্যাথা দিয়েছি ছোট পায়ে,
তোমার বুকে পেটে।

চিৎকার কর নাই,
জল ফেলো নাই!
নয়ন মনি দিয়ে।

সন্তান তোমার আছে ভালো,
গর্ভের রাজ্য  জালে।
এই ভেবে সুখ পেয়েছো,
খোকা আছে আরামে।

চাঁদের আলোয় সুখের ছায়া,
তোমার মুখের হাসি।
খোকা বলে শাসন করা,
মা গো তোমায় ভালোবাসি।

ভুলের ক্ষমা চাইছি মা গো,
তোমার পায়ে পরে।
বুকের মাঝে রেখো আমায়,
তোমার আদরে।

গোধূলির মেঘলা আকাশে,
খোকা বলে ডাকার শব্দ শুনি ।

প্রতি সেকেন্ডের হৃদয় আওয়াজ,
মা গো তোমায় ভালোবাসি।

কবি : শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়।

Wordbridge School
Link copied!