• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ম্লান মুখে বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১, ২০১৬, ০৫:০৯ পিএম
ম্লান মুখে বাংলাদেশ

মোমিন মেহেদী


বাংলাদেশ এখন দুই ঋতুর দেশ। ষড়ঋতুর এই
বাংলাদেশকে দুই ঋতুতে পরিনত করেছে
আমাদের রাজনীতি। ঘৃনিত চলমান রাজনীতির
ষড়যন্ত্রে হারিয়েছি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত,
শীত ও বসন্ত। বিনিময়ে পেয়েছি লোডশেডিং
ও লোডশেডিংহীন নামক দু’টি ঋতু।

এই ঋতু দু’টির প্রথমটির আয়ুকাল
৮ মাস অন্যটির ৪ মাস। আর এই
দ্ইু ঋতু বিশিষ্ট বর্তমানের আয়নায়
ভেসে ওঠে নবান্ন,পহেলা বৈশাখ, আষাঢ়,
বর্ষা  উৎসব, শরৎ উৎসব, বসন্ত বরন উৎসব
সহ অন্যান্য সকল উৎসবের মলিনমুখ।

বিষন্ন পৃথিবীর অতি বিষন্ন হয়ে উঠছে
ক্রমশ এই ষড়ঋতুর দেশ। সকল দেশের
রানী এখন ম্লান মুখে চেয়ে থাকে
রাজনৈতিক নেতাদের দিকে, কখন আসবে
ফিরে রঙধনু, জ্যোৎনা আর বর্ষার মেঘে
মেঘে ঢাকা ঋতু? প্রশ্নের জাল বুনে
এগিয়ে চলে ব-দ্বীপ; ব-দ্বীপের
দ্বীপাচ্ছন্ন স্বপ্নজ মানুষেরা...


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!