• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যাত্রা শুরু করল ‘আরটিভি প্লাস’


বিনোদন ডেস্ক মে ২৮, ২০২০, ০৭:২০ পিএম
যাত্রা শুরু করল ‘আরটিভি প্লাস’

ঢাকা: ইন্টারনেটভিত্তিক ভিডিও অন-ডিমান্ড (ভিওইডি) সেবা চালু করেছে বেসরকারি টেলিভিশন আরটিভি। ‘আরটিভি প্লাস’ নামে রোববার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আরটিভির এই অন ডিমান্ড (ভিওডি) প্লাটফর্ম সেবা।

বৃহস্পতিবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ  তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আরটিভি প্লাস’ এ চার ধরনের সাবস্ক্রিপশন ক্যাটাগরি রয়েছে। এখানে দেখা যাবে নাটক, সিনেমা, গান ও টকশোসহ নানা অনুষ্ঠান। সাবস্ক্রিপশনের মাধ্যমে একজন গ্রাহক সবধরনের কন্টেন্ট দেখতে পারবেন কোন ধরনের অ্যাড ব্রেক ছাড়া।

আরটিভি প্লাসের সাবস্ক্রিপশনের সাপ্তাহিক প্যাকেজ ১৫ টাকা, মাসিক প্যাকেজ ৫০ টাকা, ৬ মাসের প্যাকেজ ২৭৫ টাকা ও বাৎসরিক প্যাকেজ ৫০০ টাকা।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!